Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

                 

ক্রমিক নং

 

সেবা সমূহ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী

সেবা প্রদানের পদ্ধতি

উপবৃত্তির পরিমান

সেবা প্রদানকারী প্রতিষ্ঠান

মন্তব্য

০১

মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী

পর্যন্ত ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির আওতায় অর্ন্তভূক্ত করণ

০১। উপজেলামাধ্যমিক    শিক্ষা অফিসার

০২।সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার

০৩।অফিসসহকারি/ডাটাএন্ট্রিঅপারেটর

প্রত্যেক বছর ৩১শে জানুয়ারিতে সকল প্রতিষ্ঠান স্কুল/ মাদ্রাসার ১০% ছাত্র এবং ৩০% ছাত্রী আবেদন পএের মাধ্যমে( অফিস হতে বিনামূল্যে সর্বরাহকৃত) উপবৃত্তির আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে ঢাকা পি,আই, ইউতে জমাদানের মাধ্যমে উপবৃত্তি প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত করা হয়।

০১। ৬ষ্ঠ = ৬০০/=

০২। ৭ম = ৬০০/=

০৩। ৮ম = ৭২০/=

০৪। ৯ম = ৯০০/=

০৫।১০ম=৯০০/=এস,এস,সি পরীক্ষার্থী= ২১০০/=

জনতা ব্যাংক ,জকিগঞ্জ, শাখার মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে উপবৃত্তি বিতরন করা হয়।

০১।৬ষ্ট শ্রেণীবাৎসরিক ১২০০/=

০২। ৭ম শ্রেণী  ’’         ১২০০/=

০৩। ৮ম   ’’       ’’      ১৪৪০/=

০৪। ৯ম     ’’      ’’      ২১০০/=

০৫। ১০ম  ’’        ’’  ৩০০০/= পরীক্ষার ফিসসহ।

০২

উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের ৪০% উপর্বত্তির আওতায় অর্ন্তভূক্ত করণ

০১।উপজেলা মাধ্যমিক        শিক্ষা অফিসার

০২। সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার

০৩।অফিসসহকারি/

ডাটা এন্টি অপারেটর

প্রত্যেক বৎসরের মে মাসে সরকার কর্তৃক সর্বরাহকৃত আবেদর পত্রের মাধ্যমে দ্ররিদ্র ওমেধাবী ছাত্রীদের ৪০% সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রেরিত নির্ধারিত ফরমের মাধ্যমে উপবৃত্তির আওতায় অর্ন্তভূক্ত করণ।

০১। একাদশ শ্রেণী বাৎসরিক ২১০০/=

০২। দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফিসসহ ৩৪৫০/=

অগ্রণী ব্যাংক ,জকিগঞ্জ, শাখার মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে উপবৃত্তি বিতরন করা হয়

সংশ্লিষ্ট প্রতিষ্টান প্রধান, সভাপতি ও০২জন সদস্যের মাধ্যম দ্ররিদ্র ছাত্রী নির্বাচন করা হয়ে থাকে।

০৩

স্নাতক পর্যায়ে ৪০% ছাত্রীদের উপবৃত্তির আওতায় অর্ন্তভূক্ত করণ

০১। উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার

০২।সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার

০৩।অফিসসহকারি/

ডাটা এন্টি অপারেটর

প্রত্যেক বছর অক্টোবর মাসে সরকার কর্তৃক বিনামূল্যে সর্বরাহকৃত আবেদন পত্রের মাধ্যমে দ্ররিদ্র ওমেধাবী ছাত্রীদের ৪০% সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রেরিত নির্ধারিত ফরমের মাধ্যমে উপবৃত্তির আওতায় অর্ন্তভূক্ত করণ।

০১।   উপবৃত্তি মাসিক ২০০/

০২।বইকেনাএককাঃ=১৫০০/

০৩। ফরম ফিলাপ= ১০০০/=

অগ্রনীা ব্যাংক ,জকিগঞ্জ, শাখার মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে উপবৃত্তি বিতরন করা হবে।

২০১২-২০১৩ অর্থ বছর হতে এপ্রকল্প চালু করা হয়েছে। এখনও ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরন করা হয় নাই। সম্ভবত জানুয়ারি মাসে প্রথমবারের মত উপবৃত্তির টাকা বিতরন করা হবে।

০৪।

সরকার কর্তৃক বিনামূল্যের পাঠ্য

পুস্তক  বিদ্যালয় / মাদ্রাসায় পৌছানো

০১। উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার

০২।সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার

০৩।অফিসসহকারি/

ডাটা এন্টি অপারেটর

সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের পাঠ্য পুস্তক ৩১ শে জানুয়ারির মধ্যে  বিদ্যালয় ও মাদ্রাসায় প্রেরণ করা হয়।

বিদ্যালয় /মাদ্রাসা পর্যন্ত পৌছানো বাবদ কোন পরিবহন খরচ নেয়া হয় না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

বৎসরের জানুয়ারি মাসে পরবর্তী বছরের চাহিদা জেলা শিক্ষা অফিসের মাধ্যমে এন সি,টিবিতে প্রেরণ করা

০৫

বিদ্যালয় /মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগদান

০১। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

০২। জেলা শিক্ষা অফিসার

০৩। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্টান

       প্রধান

০৪। ডিজি কর্তৃক মনোনিত প্রতিনিধি

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিয়োগ কমিটি কর্তৃক পরীক্ষার মাধ্যমে নিয়োগদান ও এমপিও ভূক্তির জন্য জেলা শিক্ষা অফিসারের মাধ্যমি ডিজি অফিস, ঢাকায় প্রেরণ করা হয়।

   -

মহাপরিচালক  মহোদয়ের কার্যালয়,ঢাকা

জেলা শিক্ষা অফিস,সিলেট

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

নিদ্দিষ্ট সময়ের মধ্যে জেলা শিক্ষা অফিস প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় প্রেরণ করেণ।ুু

 

 

০৬

 

সংখ্যালুগু সম্প্রদায়ের উপবৃত্তি প্রদান

 

০১।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

০২। সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা

      অফিসার

০৩। অফিস সহকারি/ডাটা এন্টি অপারেটর

 

 

প্রত্যেক বছর ফেব্র্য়ারি মাসে  জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের  প্রেরিত নির্ধারিত ফরমের মাধ্যমে  সংখ্যালুগু সম্প্রদায়ের উপর্বত্তি আবেদর পত্র প্রেরণ।

 

এক কালীন =১২০০/=

 

জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়, সিলেট।

 

নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে জেলা অফিসে প্রেরণ করা হয়।

০৭

জিজি অফিস কর্তৃক চাহিত তথ্যাদি প্রেরণ

০১।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

০২। সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা

      অফিসার

০৩। অফিস সহকারি/ডাটা এন্টি অপারেটর

বিদ্যালয়ের চাহিত তথ্যাদি নিদ্দিষ্ট সময়ে  প্রেরণ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জকিগঞ্জ,সিলেট।